বাংলাদেশ কি ধীরে ধীরে এক ‘নিষিদ্ধ ভূমি’তে পরিণত হতে যাচ্ছে? যেখানে মানুষের চুলের দৈর্ঘ্য থেকে শুরু করে গানের সুর, মেলার রং, এমনকি কোন পোশাক পরবেন, সে জন্য কারও কারও অনুমোদনের প্রয়োজন হয়ে পড়বে? সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে—সেখানে দেখা যাচ্ছে রাস্তায় জটাধারী একজন মধ্যবয়স্ক লোককে ধরে তার মাথার চুল কেটে দিচ্ছে কয়েকজন। নিরূপায় লোকটি, ‘আল্লাহ তুই দেহিছ’ বলে যখন বিচার চাচ্ছেন—তা আমাদের চোখে শুধু এক ব্যক্তির অপমান নয়, বরং এক সমষ্টিগত ভয়ের প্রতিচ্ছবি তুলে ধরেছে। ধর্মের দোহাই দিয়ে, শুদ্ধতার নামে, সামাজিক শৃঙ্খলা রক্ষার কথা বলে মব যখন হাত বাড়ায়, তখন তা আসলে সংস্কৃতি, স্বাধীনতা আর নাগরিক অধিকারের মূলে আঘাত হানে। নিষেধাজ্ঞার এই শেকল যত দীর্ঘ হচ্ছে, ততই বাংলাদেশের মানুষ যেন ‘নিজ বাসভূমে পরবাসী’ হয়ে যাচ্ছে। এ ধরনের ঘটনা...