২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ এএম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের ৬৯টি গুরুত্বপূর্ণ অডিও কলের ক্লিপ জব্দ করা হয়েছে। এসব অডিও বার্তায় গণহত্যাসহ ভয়ঙ্কর সব অপরাধের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে আনীত অভিযোগ দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হচ্ছে। আদালতে উপস্থিত সাক্ষী ও রাজসাক্ষীর জবানিতে সেসব আরো স্পষ্ট হয়ে উঠছে। দেড় দশকের বেশি সময় ধরে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে শেখ হাসিনা ত্রাসের রাজত্ব কায়েম করলেও তার দলের অনুগত নেতাকর্মীরা গোয়েবলেসীয় কায়দায় তাকে ‘গণতন্ত্রের মানসকন্যা’, ‘মানবতার জননী’ ইত্যাদি মুখরোচক অভিধায় অভিষিক্ত করে ব্যাপক প্রচার-প্রপাগান্ডা চালিয়ে দেশের মানুষের কাছে তার আসল চেহারা ধামাচাপা দেয়ার সর্বাত্মক চেষ্টা করেছিল। বিএনপি-জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি থেকে শুরু করে সারাদেশে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা,...