২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে স্থানীয় শাসনব্যবস্থা গড়ে তুলতে হবে। বাংলাদেশে স্থানীয় সরকারকে দুর্বল করে রাখা হয়েছে, যা উন্নয়নের পথে বড় সংকট। নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনকে গুরুত্ব দিতে চায় না। রাজনীতিবিদেরাও ইচ্ছাকৃতভাবে স্থানীয় ক্ষমতাকে খর্ব করেন। ফলে জনগণের প্রত্যাশিত জবাবদিহি গড়ে ওঠে না। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানীতে পিআরআইয়ের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) আয়োজিত ‘বিকেন্দ্রীকরণ ছাড়া কি বাংলাদেশের উন্নয়ন সম্ভব?’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলে বদিউল আলম মজুমদার। সভার প্রধান অতিথি বদিউল আলম মজুমদার বলেন, সংবিধানেই বলা আছে, নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে স্থানীয় শাসনব্যবস্থা গড়ে তুলতে হবে। কিন্তু...