২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ এএম রাজধানীর কাওরান বাজারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম লুৎফর রহমান রাইন (২৬)। তিনি নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। গ্রামের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায়। পরিবারের সঙ্গে ঢাকায় থাকতেন। আহতের নাম সজীব। তেজগাঁও থানার এসআই মো. বাবর আলী বলেন, মোটরসাইকেলে ফার্মগেটের দিকে যাওয়ার পথে প্রথমে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ জন রাস্তায় পড়ে যান। এ সময় আরেকটি ট্রাক এসে রাইয়ানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনায় আহত সবুজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেলেও তার সহকারী...