২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ এএম তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে পত্নীতলা উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। গতপরশু বিকেলে অনুষ্ঠিত ফাইনালে রাণীনগর উপজেলা দল ব্যাট করে ৬২ রানের টার্গেট দেয়। জবাবে ১ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে পত্নীতলা উপজেলা দল। টুর্নামেন্টে রাণীনগরের সজল আহমেদ সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারি ও ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। আর ম্যান অব দ্য ম্যাচ হন একই দলের মিরাজ হোসেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া...