জয়ের কোনো বিকল্প নেই। পাকিস্তানের সঙ্গে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ডু অর ডাই ম্যাচ। লক্ষ্যটাও বড় ছিল না। তবু শুরুতেই হোঁচট খেয়েছিল বাংলাদেশ। সেই ধাক্কা সামলে তাওহিদ হৃদয়কে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন সাইফ হাসান। সাইফ আত্মবিশ্বাসের সঙ্গে খেললেও অপর প্রান্তে হৃদয় যেন হাঁসফাঁস করছিলেন। পরে নিজের ইগোকে বাঁচিয়ে রেখে ম্যাচকে দিলেন জলাঞ্জলি। হৃদয়কে একবার সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল, আপনার অফসাইডের দুর্বলতা নিয়ে কী কাজ করছেন? তিনি জবাব দিয়েছিলেন, সব ব্যাটারেরই দুর্বলতা থাকে। হৃদয়ের সেই দুর্বলতা এখন ক্রিকেট বিশ্বে সমাদৃত। প্রতিপক্ষও সেই ফাঁদই পাতেন। হৃদয়ও বারবার ধরা দেন সেখানে। নতুবা রান আর বলের সমীকরণ মেলানোর চাপে অপ্রয়োজনীয় শট খেলে বিলিয়ে আসেন উইকেট। পাকিস্তানের বিপক্ষে একই চিত্র মঞ্চস্থ হলো আরেকবার। হৃদয়কে বারবার অফসাইডে খেলাচ্ছিলেন পাকিস্তানি বোলাররা। হিসেব মেলাতে পারছিলেন না তিনি। রান বলের...