বোলাররা দারুণ করেছিলেন। পাকিস্তানকে ১৩৫ রানে আটকায় বাংলাদেশ। তবে ব্যাটিং ব্যর্থতা দেখেছে টিম টাইগার্স। ১১ রানে হেরে এশিয়া কাপের চলতি আসর শেষ করেছে বাংলাদেশ। সুপার ফোরে দুই ম্যাচে জিতে ফাইনালে পাকিস্তান। এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। বৃহস্পতিবার আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে ব্যাটে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করেছে পাকিস্তান। জবাবে নেমে ৯ উইকেটে ১২৪ রানে থামে বাংলাদেশ। লক্ষ্যতাড়ায় নেমে বাংলাদেশ শুরু থেকেই চাপে পড়ে। ইনিংসের পঞ্চম বলে ইমন ফিরে যান খালি হাতে। ২৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। হৃদয় ফেরেন ১০ রান করেন। ২৯ রানে সাইফ ফিরে যান। ১ চার ও ২ ছক্কায় ১৫ বলে ১৮ রান করেন। ৪৪ রানে চতুর্থ উইকেট হারায় টিম...