বৃহস্পতিবার অন্তর্জালে মুক্তি পেয়েছে শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রথম সিরিজ ‘ব্যাডস অব বলিউড’, যা নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল। নেটফ্লিক্সে মুক্তির পর নানা কারণেই সিরিজটি এখন তুমুল আলোচনায়। ৭ পর্বের এই সিরিজে বলিউডের সব ব্যয়বহুল তারকাকে একসঙ্গে দেখা গেছে। সিরিজটি ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে, বিশেষ করে এর মেটা রেফারেন্সের জন্য। যদিও সব অভিনয়শিল্পীরাই তাদের অভিনয়ের জন্য প্রশংসিত হচ্ছেন, নেটিজেনদের কাছ থেকে প্রশংসিত পর্যালোচনা পাচ্ছেন। তবে মূল অভিনেতা লক্ষ্য নন, বরং আনিয়া সিং, যিনি সিরিজে লক্ষ্যের ম্যানেজারের ভূমিকায় অভিনয় করছেন। কে এই আনিয়া সিং? ২০১৬ সালে যশ রাজ ফিল্মস তাকে নতুন মুখ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। তিন ছবির চুক্তিতে সইও করেছিলেন, ২০১৭ সালে আদার জৈনের বিপরীতে মুক্তি পায় তার প্রথম ছবি ‘কয়েদি ব্যান্ড’। কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।...