২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ৪ নম্বর সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামের নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে গাজীপুর টঙ্গীতে অগ্নিকা-ে নিহত ফায়ার ফাইটার মো. নুরুল হুদাকে। তিনি গফরগাঁও উপজেলার ধামাইল গ্রামের মুনসুর আহাম্মেদের ছোট ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে তার তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। দাফনের সময় রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গফরগাঁও থানা পুলিশের একটি চৌকস দল সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনির নেতৃত্বে সালাম প্রদান ও শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী, গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন এবং ফায়ার সার্ভিসের অন্য সদস্যরা। গফরগাঁও ফায়ার সার্ভিস থেকে শহীদ সহকর্মীকে গার্ড অব অনার প্রদান করা হয়।...