২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ এএম জাতীয় নির্বাচনে যেকোনো ক্ষমতাকামী দলের নিজস্ব ইশতেহারের পাশাপাশি জনগণকে আকৃষ্ট করার বিশ্বাসযোগ্য একটি-দুটি ন্যারেটিভ তুলে ধরতে হয়। যেমন ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনে যখন প্রথম প্রেসিডেন্ট পদে নির্বাচন করেন, তখন তার শ্লোগান ছিল, ‘আমেরিকা ফার্স্ট’। পাশাপাশি তিনি দেশটির শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর সুপ্রিমেসি তুলে ধরে তারাই যুক্তরাষ্ট্রের আদি নাগরিক এবং বহিরাগত অভিবাসীরা তাদের অধিকার খর্ব করে দিচ্ছেÑএই ন্যারেটিভ তুলে ধরেন। প্রবল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তার এই ন্যারেটিভের কাছে হিলারি ক্লিন্টন পরাজিত হয়েছিলেন। ২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নতুন শ্লোগান দেন ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’। পাশাপাশি অভিবাসীরা যে আমেরিকাকে গ্রাস করে নিচ্ছে, এই ন্যারেটিভ অব্যাহত রাখেন। ফলাফল কী হয়েছে, তা সকলেরই জানা। ‘বুচার অফ গুজরাট’ বা ‘গুজরাটের কসাই’ খ্যাত নরেন্দ্র মোদি...