২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম উন্নয়ন সহযোগিরা দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চান বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব এ কে এম আলী নেওয়াজ। নির্বাচন কমিশন সে লক্ষ্যেই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বরিশালে কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও ইউএনডিপি প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব এ কে এম আলী নেওয়াজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। ইসির সঙ্গে উন্নয়ন সহযোগিদের ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও এর চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক এ মতবিনিময় সভায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ছাড়াও সুইডেন, নরওয়ে, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও ব্রিটিশ হাই কমিশনারগণ অংশ নেন। এতে মাঠপর্যায়ের শীর্ষ নির্বাচন কর্মকর্তারাও যোগ দেন । দুই দিনের সফরে বরিশালে এসে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন...