২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম এক সময় যিনি ছিলেন বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেড ব্যক্তি, সেই আহমেদ আল-শারা-যিনি আগে পরিচিত ছিলেন আবু মোহাম্মদ আল-জোলানি নামে-এবার জাতিসংঘের সাধারণ পরিষদে সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো ভাষণ দিলেন। জঙ্গি থেকে রাষ্ট্রনায়ক আল-শারা ছিলেন সিরিয়ার আল-নুসরা ফ্রন্টের প্রধান, যার মাথার দাম ছিল ১০ মিলিয়ন ডলার। তিনি বহুবার সিরিয়ায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে অভিযুক্ত ছিলেন। কিন্তু গত ডিসেম্বরে এক ঝটিকা অভিযানে তিনি স্বৈরশাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হন। জাতিসংঘে ভাষণ : জাতিসংঘে তার ভাষণে তিনি বলেন, ‘দীর্ঘ বছর আমরা অন্যায়, বঞ্চনা ও নিপীড়নের শিকার হয়েছি। এরপর আমরা আমাদের মর্যাদা পুনরুদ্ধারের জন্য উঠে দাঁড়াই’। তিনি পরেছিলেন ধূসর স্যুট ও বারগান্ডি টাই, যা তার...