২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম বিচার বিভাগের সংস্কার সংক্রান্ত রোডম্যাপ এখন বাস্তবে রূপ নিয়েছেÑ মর্মে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেছেন, ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর বিচার বিভাগ সংস্কারে যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছিল সেই রোডম্যাপ এখন বাস্তবে রূপ নিয়েছে। বাংলাদেশ সুপ্রিমকোর্ট, ইউএনডিপি,বাংলাদেশ’র যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুডিশিয়াল ইনডিপেন্ডেন্স অ্যান্ড এফিশিয়েন্সি ইন বাংলাদেশ’ শীর্ষক বিভাগীয় সেমিনারে তিনি এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার বরিশালে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এ সেমিনার ছিলো সিরিজের সর্বশেষ সেমিনার। এর আগে দেশের সাত বিভাগীয় শহর, যথাক্রমে ঢাকা, চট্টগ্রাম, মৌলভীবাজার (সিলেট), রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও খুলনায় এ সংক্রান্ত ৮টি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ঢাকায় আয়োজন করা হয়েছে দু’টি সেমিনার। এর মধ্যে একটি আঞ্চলিক ও একটি জাতীয়। এ...