২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম মোগো এক সময় সবই ছিল, এখন মোরা পথের ভিক্ষারী হয়ে গেছি। মোগো কৃষি জমি ও বসতবাড়ি সহ সব কিছুই এখন নদীর পেটে। এখন শুধু স্মৃতি নিয়ে বেঁচে আছি। এক রাতের ভেতরেই চোখের সামনেই সব নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। মোগো এখন পরে জায়গায় অস্থায়ী ঘর তৈরি করে থাকতে হচ্ছে। মোগো পাশের বাড়ির যারা রয়েছে তারও নদী ভাঙন আতঙ্কে দিন গুনছে। যে কোনো মুহুর্তে তাদেরও বাড়িঘরও শেষ হয়ে যাবে। মোগো যাওয়ার কোনো জায়গা নেই। স্বামীর কবর পর্যন্ত রাক্ষুসে আড়িয়াল কেড়ে নিয়ে গেছে। আমাগো নদী ভাঙনের হাত থেকে আপনারা বাচান। নদী ভাঙনে নিঃস্ব হয়ে এমন আকুতি করে কথাগুলো বললেন মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান এলাকার নতুন চরদৌলত খা গ্রামের নদীর পাড়ের...