২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ এএম সম্প্রতি আলোচনায় আসে পপ তারকা দুয়া লিপা তার এজেন্টকে গাজা গণহত্যায় সমর্থন করায় বরখাস্ত করেন। এবার গণমাধ্যমের সেই দাবিকে অস্বীকার করেছেন লিপা নিজেই। ডেইলি মেইল অনলাইন দাবি করেছিল, লিপা তাঁর এজেন্ট ডেভিড লেভির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন কেননা ডেভিড উৎসব আয়োজক এমিলি এভিসকে একটি চিঠিতে স্বাক্ষর করেছিলেন যাতে কনেক্যাপকে তাদের প্রো-প্যালেস্টাইন অবস্থানের কারণে বাদ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। তবে লিপা ও তাঁর এজেন্সি 'WME' বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। তারা জানিয়েছে, লেভি ২০১৯ সালেই লিপার টিম থেকে সরে গিয়েছিলেন। এ প্রসঙ্গে এই পপ তারকা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন,“ডেভিড লেভি বা অন্য কোনো মিউজিক এক্সিকিউটিভের কোনো শিল্পীর কণ্ঠরোধের চেষ্টা আমি সমর্থন করি না। গণমাধ্যমে বিষয়টিকে যেভাবে উপস্থাপন...