২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রাতিষ্ঠানিক সুবিধা বা ‘পোষ্য কোটা’ নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। জুলাই গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীরা কোটাকে বৈষম্যমূলক উল্লেখ করে সম্পূর্ণ বাতিলের দাবি তোলে। অন্যদিকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এটিকে প্রাতিষ্ঠানিক সুবিধা হিসেবে বহাল রাখার পক্ষে আন্দোলনে নামেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ ধরনের সুবিধা বিদ্যমান। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে একটি কমিটি গঠন করা হয়, যা সুপারিশ করে কোটা ৫% থেকে কমিয়ে ৩% রাখা হোক। তবে শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত মেনে না নিয়ে অনশনে বসেন। ভিসির আশ্বাসে অনশন ভাঙলেও প্রো-ভিসির ভবনের ফটক ভাঙচুরের ঘটনা ঘটে, যা উত্তেজনা আরও তীব্র করে। ঘটনার পর ভিসি জরুরি সিন্ডিকেট সভা ডেকে কোটা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেন। একই...