২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ এএম যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হকের সম্পৃক্ততার অভিযোগ তুলেছে পুলিশ। অভিযোগে বলা হয়েছে, এই ঘটনার জন্য অর্থায়ন করেছিলেন মোজাম্মেল হক। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মো. সেফাতুল্লাহর আদালতে এ সংক্রান্ত এক রিমান্ড শুনানিতে এসব তথ্য জানান মামলার তদন্ত কর্মকর্তা, গুলশান থানার এসআই আব্দুস সালাম।গুলশান থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতা কবিরুল হক মুক্তি এবং মোজাম্মেল হকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন তিনি। দুপুর আড়াইটার দিকে তাদের আদালতে হাজির করা হয়। রিমান্ড শুনানিতে এসআই আব্দুস সালাম জানান, আসামিরা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির মূল সংগঠক। যুক্তরাষ্ট্রে আখতার হোসেনের ওপর ডিম ছোড়ার...