২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগী বাগিয়ে নেয়া দালালচক্রের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। গত বুধবার রাতে প্রথম দফায় জরুরি বিভাগের সামনে, পরে হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির কার্যালয়ের সামনে এবং সর্বশেষ শাহবাগ থানার সামনে তিন দফায় এ সংঘর্ষ ঘটে। আহতরা হলেনÑ শাহাদাত গ্রুপের নওশাদ, আনিসুর রহমান, রিপু ও রিয়াজ এবং বিল্লাল গ্রুপের ইমন, বাঁধন ও সুমন। হাসপাতালের কর্মচারীরা জানান, মূলত আইসিইউ রোগী বাগিয়ে নেয়া ও অ্যাম্বুলেন্স ব্যবসাকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। প্রথমে নওশাদকে মারধর করা হয়, পরে শাহাদাত গ্রুপের লোকজন পাল্টা আক্রমণ চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে ইমনের মাথায় গুরুতর জখম হয় এবং বাঁধনের হাত ভেঙে যায়।...