২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম দুর্যোগ-দুর্বিপাক এবং কোনো অঘটন না ঘটলে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা নিশ্চিত। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচন সম্পর্কিত কার্যক্রম বাড়ছে। নির্বাচন কমিশন ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে, অন্তর্বর্তী সরকার নির্বাচন নির্বিঘœ করার প্রস্তুতি নিচ্ছে, রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়নে অভ্যন্তরীণ জরিপ এবং সার্বিক জনমত যাচাইয়ে যেমন জরিপ করছে; তেমিন বিভিন্ন গণমাধ্যম, এনজিও, সংস্থা ও প্রতিষ্ঠান জনমত যাচাইয়ে জরিপ চালাচ্ছে। গত এক বছরে আসন্ন নির্বাচন ইস্যুতে প্রায় এক ডজন জরিপ হয়েছে। বেশির ভাগ জরিপ কার্যত নিজেদের পছন্দের দলকে কৌশলে এগিয়ে রাখার চেষ্টা হয়েছে। তবে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম ও বিআরএআইএন সহযোগিতায় পরামর্শক...