২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম বাংলাদেশের ট্রাভেল এজেন্সি খাতে নৈরাজ্য চলছে অভিযোগ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, যারা গরিব মানুষের রক্ত চুষে খাচ্ছে তাদের নিয়ে অনুসন্ধান করা উচিত। অপতথ্য ছড়ানো হচ্ছে আমাকে নিয়ে, কিন্তু প্রতারণার কাঠামো করা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না। তিনি প্রতিশ্রুতি দেন, এভিয়েশন খাতে প্রতারণার তথ্য দিলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। আকিজ এয়ার বা অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার প্রতিষ্ঠানের নাম ‘আকিজ বশির এয়ার’। যদি অনুসন্ধানী প্রতিবেদন করতে হয় তবে সেটি নিয়ে করা উচিত। এদিকে সীমিত পরিসরে আগামী নভেম্বর থেকে চার মাসের জন্য পর্যটকদের জন্য সেন্টমার্টিন খুলে দেয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন...