শ্রীলঙ্কার সার্ক কালচারাল সেন্টারের উদ্যোগে প্রথমবারের মতো কলম্বোয় তিন দিনব্যাপী বার্ষিক সার্ক হেরিটেজ ফোরাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত এই ফোরাম অনুষ্ঠিত হবে। বুধবার (২৪ সেপ্টেম্বর) কলম্বোস্থ সার্ক কালচারাল সেন্টার থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ফোরামে সার্কভুক্ত সব সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনি আমারাসুরিয়া এর উদ্বোধন করবেন । বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ এশিয়া অসংখ্য দৃশ্যমান ঐতিহ্যের ভাণ্ডার যেমন—বৌদ্ধ স্তূপ, স্বতন্ত্র হিন্দু মন্দির, মুঘল বাগান, সাংস্কৃতিক ভূদৃশ্য, প্রাচীন জলাধার এবং বহুধর্মীয় সাংস্কৃতিক নিদর্শন রয়েছে। আর এসব ঐতিহ্যকে মাথায় রেখে শ্রীলঙ্কার সার্ক কালচারাল সেন্টার আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বার্ষিক সার্ক হেরিটেজ ফোরাম আয়োজন করতে যাচ্ছে। এই আয়োজনকে দক্ষিণ এশিয়ায় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও সহযোগিতার ক্ষেত্রে একটি মাইলফলক...