রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে কুড়িগ্রামের রৌমারীতে বিএনপির উদ্যোগে রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জুর নেতৃত্বে উপজেলার বড়াইকান্দি বাজারে এ কর্মসূচি পালিত হয়। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। রাষ্ট্র মেরামতের রূপরেখা হিসেবে ৩১ দফা বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত ৩১ দফা ইতোমধ্যে জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই দফাগুলোর মাধ্যমে প্রশাসনিক কাঠামো সংস্কার, দুর্নীতি দমন, বিচার বিভাগের স্বাধীনতা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সমতা প্রতিষ্ঠা, স্থানীয় সরকারের ক্ষমতায়নসহ রাষ্ট্রের মৌলিক সংস্কারের প্রস্তাব রাখা হয়েছে। লিফলেট বিতরণকালে মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন, দেশ আজ এক অচলাবস্থার মধ্যে রয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, দুর্নীতি ও লুটপাটে রাষ্ট্রব্যবস্থা জর্জরিত।...