বাংলাদেশকে ১১ রানে হারিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টি ২০২৫-এর ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। আগামী রবিবার ফাইনাল ম্যাচে ভারতের মুখোমুখি হবে দলটি। বৃহস্পতিবার দুবাইয়ে সুপার ফোরের শেষ ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৩৫ রান তোলে পাকিস্তান। জবাবে ৯ উইকেটে ১২৪ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। ১১ রানের জয় পায় পাকিস্তান। ১৩৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা টাইগারদের ইনিংসে সর্বোচ্চ ৩০ রান করেন শামীম হোসেন পাটোয়ারী। ২৫ বলের ইনিংসটি ২ ছক্কায় সাজান তিনি। এছাড়া সাইফ হাসান ১৮, নুরুল হাসান সোহান ১৬, রিশাদ হোসেন ১৬, শেখ মেহেদী হাসান ১১ ও তানজিম হাসান সাকিব ১০ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা। বাংলাদেশের ইনিংসে ৪ ওভারে ১৭ রানের খরচায় ৩ উইকেট নেন শাহীন...