ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ব্যালট পেপার নীলক্ষেতে ছাপা নিয়ে বিতর্ক হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে কিছুক্ষণ বিক্ষোভ করেছেন। এর আগে নীলক্ষেতে ব্যালট পেপার ছাপার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বরারবর একাধিক প্রার্থী জবাবদিহিতা চান। তবে বুধবার এক বিজ্ঞপ্তি দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, যে ওএমআর মেশিনে স্ক্যানিং করে ব্যালট পেপার ছাপানোর কাজ সম্পন্ন করা হয়, তা নীলক্ষেতের কোন দোকানে সম্ভব নয়। সুতরাং যে প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে ব্যালট পেপার ছাপানোর কাজ করা হয়েছে তাতে এটি অরক্ষিত থাকার সুযোগ নেই। পরে বৃহস্পতিবার এক বেসরকারি চ্যানেলের বিশেষ প্রতিবেদনে উঠে আসে নীলক্ষেতে ‘অরক্ষিত অবস্থায়’ ডাকসুর ব্যালট ছাপা হয়েছে। এ ঘটনার...