ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। লিবিয়া থেকে নির্বাচনি প্রচারের জন্য অবৈধভাবে তহবিল সংগ্রহের চেষ্টায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে তাকে এই সাজা দেওয়া হয়েছে। ২০০৭ সালে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের জন্য সারকোজির ঘনিষ্ঠ সহযোগীরা লিবিয়ার তৎকালীন শাসক মুয়াম্মার গাদ্দাফির আমলে দেশটি থেকে তহবিল সংগ্রহের চেষ্টা করেছিলেন। আর তাতেই অপরাধমূলক ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হন সারকোজি। বৃহস্পতিবার প্যারিসের একটি ফৌজদারি আদালত তাকে এ কারাদণ্ড দিয়েছে। ২০০৭ সাল থেকে ২০১২ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন সারকোজি। তিনি কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করলেও শিগগিরই তাকে জেলে যেতে হতে পারে। সাবেক ফরাসি প্রেসিডেন্ট হিসাবে সারকোজিই প্রথম জেল খাটতে চলেছেন। সারকোজিকে কখন জেলে পাঠানো হবে তা জানানোর জন্য ১৩ অক্টোবরে তাকে আদালতে ডেকে পাঠানো হতে পারে বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম। কোন জেলে তাকে রাখা...