দেশে গ্যাস সরবরাহ সংকট দীর্ঘদিন ধরেই জাতীয় অর্থনীতি ও শিল্প খাতে প্রভাব ফেলছে। প্রতিদিন প্রায় চার হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ ঘাটতি রয়েছে অন্তত দেড় হাজার মিলিয়ন ঘনফুট। এই ঘাটতি পূরণে এবং শিল্প-বিদ্যুৎ খাতকে সচল রাখতে নতুন করে আরেকটি ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত পেট্রোবাংলা। পেট্রোবাংলা সূত্রে জানা যায়, কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম এলাকায় টার্মিনাল নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। টার্মিনালটির সক্ষমতা হবে দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট। বর্তমানে প্রাক-সমীক্ষার কাজ শেষ পর্যায়ে এবং চলতি মাসেই টার্মিনাল নির্মাণের দরপত্র আহ্বান করা হবে। বর্তমানে দেশে দুটি ভাসমান টার্মিনাল কার্যকর রয়েছে। এর একটি পরিচালনা করছে সামিট গ্রুপ এবং অন্যটি মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি। এই দুটি টার্মিনালের সম্মিলিত সক্ষমতা দৈনিক ১১০০ মিলিয়ন ঘনফুট। নতুন টার্মিনাল কার্যকর হলে দেশের ভাসমান এলএনজি...