২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকালে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী ও জাসদ (ইনু)র সভাপতি হাসানুল হক ইনুকে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি মো: নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আগামী ২৯ সেপ্টেম্বর তাকে হাজির করতে বলা হয়েছে। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মিজানুল ইসলাম। সহায়তা করেন অ্যাডভোকেট ফারুক আহমেদ, সাইমুম রেজা তালুকদার ও আব্দুস সাত্তার পালোয়ান।এর আগে সকালে হাসানুল হক ইনুর বিরুদ্ধে ৮টি অভিযোগ উপস্থাপন করে প্রসিকিউশন। এরপর ইনুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর জন্য আবেদন করা হয়। একইসঙ্গে বিচারের মুখোমুখি করার আবেদন করেন। গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করে পুলিশ।...