২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬ এএম বাংলাদেশের তৈরি পোশাক (আরজিএম) খাত টেকসই উন্নয়নের পথে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো র্যাংগলি। গতকাল টিম গ্রুপের একটি গ্রিন ফ্যাক্টরি ফোর এ ইয়ান ডাইয়িং পরিদর্শনের পর তিনি এসব কথা বলেন। এসময় রাষ্ট্রদূত এই খাতটিতে কর্মপরিবেশ, শ্রমিকদের স্বাস্থ্য ও সুরক্ষা এবং কমপ্লায়েন্স মানে অর্জিত উন্নতির প্রশংসা করেছেন এবং শিল্প সংশ্লিষ্টদের এগুলো আরও শক্তিশালী করার জন্য আহ্বান জানিয়েছেন।রাষ্ট্রদূত র্যাংগলি বলেন, আজ সকালে এই কারখানা পরিদর্শন করতে পেরে আমি খুব খুশি। প্রথমত এটি অত্যন্ত আধুনিক একটি প্রতিষ্ঠান এবং যা দেখেছি তাতে আমি সত্যিই মুগ্ধ। এই কারখানা সুইস ব্র্যান্ডের জন্য উৎপাদন করছে এবং সুইস রাষ্ট্রদূত হিসেবে এটি জানা আমার জন্য গুরুত্বপূর্ণ যে সুইস বাজারের জন্য...