২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ এএম ‘প্রতিযোগিতা আইন, ২০১২ এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যাবলি বিষয়ক অবহিতকরণ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন এএইচএম আহসান। ফিকির সভাপতি জাভেদ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে ফিকির পরিচালনা পরিষদের সদস্য সুমিতাভা বসু এবং সদস্য কোম্পানির প্রতিনিধি ও প্রতিযোগিতা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে এএইচএম আহসান বলেন, প্রতিযোগিতা আইন মুক্তবাজার অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার ইতিমধ্যেই প্রতিযোগিতা আইন ২০১২ প্রণয়ন করেছে এবং প্রতিযোগিতা কমিশন গঠন করেছে। আইনটি সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে সিন্ডিকেট ও কার্টেল কার্যক্রম বন্ধ হবে। এতে ভোক্তার স্বার্থ রক্ষা পাবে এবং বিনিয়োগ বৃদ্ধি পাবে। এতে...