২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম পরিবহন মালিক শ্রমিকদের ধর্মঘটের হুমকীকে রাজধানীতে ফিটনেসবিহীন বাস ও কাভার্ডভ্যান উচ্ছেদ অভিযান থেকে বিরত ছিল সরকার। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় বিআরটিএ-এর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এর নির্দেশনায় ও ডিএমপি ট্রাফিক বিভাগের সহযোগিতায় এই মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে ৭টি বাস বাজেয়াপ্ত করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। বিআরটিএ’র চেয়ারম্যান জানিয়েছেন, আগামীতে এমন অভিযান অব্যাহত থাকবে। প্রতিদিন কালো ধোঁয়ায় আচ্ছন্ন ঢাকার আকাশ। বায়ু দূষণে ঢাকার অস্থান প্রায়ই শীর্ষে খাকে। এই দূষণের অন্যতম প্রধান উৎস ফিটনেসবিহীন ও কালো ধোঁয়া উগরে দেওয়া হাজারো গাড়ি। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, ঢাকার মোট বায়ুদূষণের অন্তত ১৫ শতাংশের জন্য দায়ী এসব লক্কড়ঝক্কড় গাড়ি। চিকিৎসকদের মতে, এতে নগরবাসীর মধ্যে হাঁপানি,...