২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম রাজশাহী মহানগরীতে পাঁচটি ফ্লাইওভার নির্মাণ প্রকল্পে ধীরগতি নিয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। ২০২১ সালে ৩৪৬ কোটি টাকার চুক্তিতে শুরু হওয়া এই ফ্লাইওভারগুলোর দৈর্ঘ্য ৪০০ মিটার থেকে ১২৫৫ মিটার পর্যন্ত। হড়গ্রাম-নতুনপাড়া, কোর্ট স্টেশন, রেলগেট, ভদ্রা এবং বর্ণালী-বিলসিমলা এলাকায় নির্মাণ কাজ চললেও প্রতিটির মাত্র ৪০-৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। নির্মাণ চলাকালে নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রায় বন্ধ থাকায় যানবাহন বিকল্প সংকীর্ণ ও ভাঙাচোরা পথে চলতে বাধ্য হচ্ছে। এতে শহরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। খানা-খন্দকে ভরা রাস্তা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। ট্রাফিক সার্জেন্ট সনেট হোসেন জানান, ফ্লাইওভার নির্মাণ শেষ না হওয়ায় যানজট নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। রিকশাচালক আকবর হোসেন বলেন, গাড়ি ঠিক মতো চলে না, শান্তিতে চলাচল করা যায় না। বাসচালক...