২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম ঢাকায় নানা আয়োজনে চায়না-ঢাকা ডে উদযাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।ঢাকার চীনা দূতাবাস ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় যৌথভাবে চায়না-ঢাকা ডে উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি আব্দুল হান্নান চৌধুরী ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য বেনজীর আহমেদ। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ঢাকা- চায়না ডে উদযাপন অনুষ্ঠান আয়োজনে আমি খুব আনন্দিত। চীন দিনে দিনে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে দারিদ্র মোকাবিলায় তারা খুব সফল হয়েছে। দেশটির লাখ লাখ লোক দারিদ্র্যতা থেকে বেরিয়ে আসছে। দারিদ্র্য...