২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ২৩ কেজি ৮শ’ গ্রাম। গতকাল বৃহস্পতিবার স্থানীয় জেলে রতন হলদারের জালে মাছটি ধরা পরে। পরে বেলা পৌনে ১২টায় দৌলতদিয়ার মহন মন্ডলের আড়তে নিয়ে আসলে উম্মুক্ত নিলামে ২ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৫৯ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন চাঁন্দু মোল্লা মৎস্য আড়ৎ। চাঁন্দু মোল্লা মৎস্য আড়তের মালিক চান্দুু মোল্লা বলেন, বেশ কিছুদিন পরে পদ্মায় এমন বড় আকৃতির একটি পাঙ্গাস মাছ ধরা পড়লো। মাছটি কিনে নেয়ার পর কেজি প্রতি ৫০ টাকা লাভে মোট ৬০ হাজার ৬৯০ টাকায় বিক্রি করা হয়েছে। আফ্রিকায় চীনা সৌর প্যানেল ব্যবহার রেকর্ড গতিতে বৃদ্ধি পাচ্ছে...