২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ এএম গোটা ক্রিকেট ক্যারিয়ারে তামিম ইকবালের ব্যাটিংয়ে কখনই ছিল না ভয়-ডরের ছিঁটেফোঁটা। বিসিবি নির্বাচনে এসেও সেই একই কায়দায় ভয়ডরহীন তামিম ইকবালকেই পাওয়া যাচ্ছে। নিজের দিকে আসা প্রতিটি ঘৃণ্য ষড়যন্ত্র মোকাবেলা করছেন সাহসীকতার সাথে। সবশেষ যেমন ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর হিসেবে তার বিরুদ্ধে আগের দিন ‘রহস্যময়’ এক আপত্তি জমা পড়ে বিসিবির নির্বাচন কমিশনে। আপত্তির মূল দাবি, তামিম নাকি এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি, তিনি সংগঠক নন এবং ওল্ড ডিওএইচএস ক্লাবেরও কেউ নন।রহস্যজনক এই আপত্তিটি করেছিলেন বলে দাবি করা হয়েছিল কানাডাপ্রবাসী সাবেক ক্রিকেটার হালিম শাহর স্বাক্ষরিত একটি চিঠিতে। সেখানে দাবি করা হয়েছে, আইসিসি স্বীকৃত ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর না নেওয়ায় বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তামিম কাউন্সিলর হতে পারেন না। অথচ তামিম আন্তর্জাতিক...