২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম আশ্বিন মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে। কোথায় ভরা শরত মৌসুমের চিরচেনা সেই শিশির ভেজা শিউলি ঝরা ভোর সকাল! আশি^নে এসেও দেশের বেশিরভাগ এলাকায় ঘাম-ঝরানো ভ্যাপসা গরম। আবহাওয়া বিভাগ জানায়, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অত্যধিক থাকায় গরমের অস্বস্তি কাটেনি। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টাঙ্গাইল ও নেত্রকোনায় ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের অধিকাংশ স্থানে বৃষ্টির দেখা নেই। আপাতত উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় ধরনের লঘুচাপ নেই। আবহাওয়া বিভাগ বলছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। তবে হঠাৎ করেই কোথাও কোথাও স্থানভেদে হালকা থেকে মাঝারি কিংবা ভারী ‘ঝটিকা’ বর্ষণ হচ্ছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ‘ঝটিকা’ বৃষ্টিপাত হয়েছে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে ১০৬ মিলিমিটার। যা এ সময়ে দেশের...