কক্সবাজারের টেকনাফে একটি হত্যা মামলার এজাহার পুলিশ কর্মকর্তারা পরিবর্তন করে দিয়েছেন- এমন অভিযোগে আদালতে মামলা করেছেন নিহতের ভাই। আদালত বিষয়টি আমলে নিয়ে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।বৃহস্পতিবার দুপুরে টেকনাফের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন বাদী শামসুল আলম। আদালতের বিচারক আসাদ উদ্দিন মো. আশিক অভিযোগটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী মো. আবদুল মান্নান।বাদীপক্ষের অভিযোগ, গত ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ায় এমদাদ হোছন (৪৫) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই শামসুল আলম (৩৮) দুই দিন পর থানায় হত্যা মামলা দায়ের করেন। কিন্তু মামলার এজাহার পরিবর্তন করে আদালতে পাঠায় পুলিশ।শামসুল আলমের দাবি, সুরতহাল প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ ছিল তাঁর ভাইয়ের গলার কণ্ঠনালী থেকে কান পর্যন্ত কেটে দেওয়া হয়েছে এবং শরীরের বিভিন্ন...