২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ এএম সাধারণ মানুষের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রণে গত বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নারায়ণগঞ্জে এক যৌথ অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত এই যৌথ বাহিনী টানা কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করেছে। এ অভিযানে মাদক মামলার বহু আলোচিত আসামি আলম চাঁন গ্রেফতার হয়েছেন। এছাড়াও জিমখানার পারভীন আক্তার (৩৫) এবং আফরিনা আক্তার হাসি (৫০) নামে আরও দুই নারীকে মাদকসহ গ্রেফতার করা হয়। বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই অভিযানে শহরের জিমখানা বস্তি ও লেকপাড় এলাকা পুরোপুরি ঘিরে ফেলা হয়। যৌথ বাহিনীর মূল লক্ষ্য ছিল মাদকসেবী ও বিক্রেতাদের আড্ডাগুলো গুঁড়িয়ে দেয়া।যৌথ বাহিনী তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশি অস্ত্র...