নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিয়েছেন বিশ্বের শীর্ষ নেতারা। তাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আছেন। তবে তার এই ‘সফর’ সুখের হয়নি। একের পর এক ঝামেলায় পড়েছেন তিনি। দাবি করেছেন, তিনি তিন ষড়যন্ত্রের শিকার। গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সিএনএন।গত বুধবার ট্রাম্প তার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, ‘জাতিসংঘে যা ঘটেছে, তা প্রকৃত অর্থে অপমানজনক- একটি নয়, দুইটি নয়, তিনটি অশুভ ঘটনা ঘটেছে!’জাতিসংঘের সদরদপ্তরে বন্ধ হয়ে যাওয়া এসকেলেটর, নষ্ট টেলিপ্রম্পটার ও অডিও নিয়ে দুর্ভোগ পোহান ট্রাম্প। তিনি এই ঘটনাকে ‘ষড়যন্ত্র’ হিসেবে আখ্যা দিয়ে এর যথাযথ তদন্তের দাবি করেছেন।গত মঙ্গলবার সকালে জাতিসংঘে বক্তব্যের শুরুতেই তিনি ওই তথাকথিত ষড়যন্ত্রের প্রতি ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমি জাতিসংঘের কাছ থেকে দুটি জিনিস পেয়েছি: একটি নষ্ট এসকেলেটর ও অন্যটি নষ্ট টেলিপ্রম্পটার।’পরের পোস্ট তিনি বক্তব্য দেওয়ার...