ছোট লক্ষ্য, বড় হতাশা! বাংলাদেশের ব্যাটসম্যানরা যা করলেন, সেটিকে বলা যায় স্রেফ পাগলামো কিংবা বোধহীন ব্যাটিংয়ের প্রদর্শনী। দুর্দান্ত বোলিং পারফরম্যান্স যে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছিল, তা বন্ধ হয়ে গেলে ব্যাটিং ব্যর্থতায়। ঠিক উল্টো চিত্র পাকিস্তানের। ব্যাটিংয়ের ব্যর্থতা পুষিয়ে দিয়ে উজ্জীবিত বোলিং-ফিল্ডিংয়ে তারা পৌঁছে গেল ফাইনালে। লক্ষ্য ছিল স্রেফ ১৩৬। বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, লক্ষ্য বুঝি ২৩৬! অতি অস্থিরতা আর বড় শটের চেষ্টায় উইকেট বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতায় মেতে উঠলেন একের পর এক ব্যাটসম্যান। তাতেই ফাইনাল-স্বপ্নের অপমৃত্যু। সেমি-ফাইনালে রূপ নেওয়া সুপার ফোর পর্বের ম্যাচে ১১ রানের জয়ে ফাইনালের ঠিকানা পেয়ে গেল পাকিস্তান। অবিশ্বাস্য হলেও সত্যি, সেই ১৯৮৪ সালে শুরু যে টুর্নামেন্ট, ওয়ানডে-টি-টোয়েন্টি মিলিয়ে ১৭তম আসরে প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াাম বৃহস্পতিবার পাকিস্তানকে ১৩৫ রানে বেঁধে রেখে...