বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও ডাকসুর ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই। তাই অতিসত্বর নির্ধারিত সময়ে জনগণের রায় প্রদানের জন্য নির্বাচন সম্পন্ন করতে হবে। কেরানীগঞ্জ মডেল থানার পাঁচদোনা উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমান উল্লাহ আমান এসব কথা বলেন। আমান উল্লাহ আমান আরও বলেন, ২০২৬ এর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছেন। গণতন্ত্রকে পুনরুদ্ধার ও প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনের বিকল্প নেই। তাই যথাসময়েই নির্বাচন হওয়া প্রয়োজন। প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন, সেই কথা তিনি ঠিক রাখলেই জনগণ ভোট দিতে পারবে। আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে। বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য আরও বলেন, যারা বলছেন নির্বাচন হবে না তারা ষড়যন্ত্র করছে। পিআর...