এছাড়াও আমবাগ নাদের আলী নজর দিঘি উচ্চ বিদ্যালয়ের একাংশ পুড়ে যায়। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।তবে ৩ ঘন্টাতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার টার দিকে কোনাবাড়ীর আমবাগ নজর দীঘি উচ্চ বিদ্যালয়ের পাশে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবরে প্রথমে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আগুনের ব্যাপকতা বাড়তে থাকায় গাজীপুর ভোগড়া বাইপাস মডার্ন ফায়ার স্টেশন থেকে ৩ ইউনিট, কাশিমপুর সারাবো মডার্ন ফায়ার সার্ভিস থেকে ১টি ইউনিটসহ মোট ৭ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও...