সংক্ষিপ্ত স্কোর: ১৮ ওভারে ১০৩/৯ ( মোস্তাফিজ ১*, রিশাদ ১* ; পারভেজ ০, হৃদয় ৫, সাইফ ১৮, মেহেদী ১১, সোহান ১৬, জাকের ৫, শামীম ৩০, তানজিম ১০, তাসকিন ৪) ২০ ওভারে ১৩৫/৮ (রউফ ৩*, ফাহিম ১৪*; ফারহান ৪, সাইম ০, ফখর ১৩, হুসেইন ৩, সালমান ১৯, শাহীন ১৯, হারিস ৩১, মোহাম্মদ নওয়াজ ২৫) শামীমের আউটের পর প্রতিরোধ গড়ার মতো কিছু করতে পারেননি তানজিম, তাসকিনরা। ১৮তম ওভারে হারিস রউফের বলে বিদায় নিয়েছেন দুজনেই। তানজিমের পর তাসকিনও বোল্ড হলে বাংলাদেশ ১০১ রানে হারায় ৯ উইকেট। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে ভরসা হয়েছিলেন শামীম। কিন্তু ১৬.৫ ওভারে চাপের কাছে তিনিও মাথা নত করলেন। শাহীন আফ্রিদির বলে ক্যাচ তুলে ফিরেছেন তিনি। তার ২৫ বলের ইনিংসে ছিল ২টি ছয়। বাংলাদেশ ৯৭ রানে হারিয়েছে সপ্তম উইকেট। ৫ উইকেট...