জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত বয়সভিত্তিক নারী ফুটবল প্রতিযোগিতা থেকে উঠে আসছে দেশের তরুণ প্রতিভারা। সেই ধারাবাহিকতায় আজ রাজশাহীতে অনুষ্ঠিত হলো অনূর্ধ্ব-১৪ নারী ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের ফাইনাল।শিরোপা লড়াইয়ে রোমাঞ্চকর ম্যাচে রংপুর জেলা টাইব্রেকারে ঠাকুরগাঁওকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রংপুর। ১৫ মিনিটে অনন্যার গোলে এগিয়ে যায় তারা। তবে লিড বেশিক্ষণ টিকেনি। ৩০ মিনিটে ঠাকুরগাঁওয়ের রুমা আক্তার সমতা ফেরান। এরপর ম্যাচে আরও গোলের সুযোগ এলেও কেউই কাজে লাগাতে পারেনি। নির্ধারিত সময় শেষে ১-১ সমতায় থাকার কারণে গড়ায় টাইব্রেকারে। সেখানেই রংপুর ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা হাতে তুলে নেয়। দেশের নারী ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা এই জেএফএ টুর্নামেন্ট। এখান থেকেই অনেক ফুটবলার উঠে এসে জাতীয় দলে...