মিথ্যা তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। বৈঠক কালে দু’নেতা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি, ভুয়া তথ্য বা বিভ্রান্তিমূলক প্রচারণার ঝুঁকি এবং আঞ্চলিক অর্থনৈতিক সংহতি নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস নির্বাচনের আগে বিভ্রান্তিমূলক প্রচারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চান। তিনি বলেন, ‘আমাদের আপনাদের সহায়তা দরকার। মিথ্যা তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।’ তিনি উল্লেখ করেন, ‘১৫ বছরের স্বৈরশাসনে কোনো প্রকৃত নির্বাচন হয়নি— কেবল ভুয়া ভোট হয়েছে। এখন সাবেক স্বৈরশাসকদের অনুসারীরা বিদেশ থেকে বিভ্রান্তিমূলক...