১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটাই হয়েছিল দুঃস্বপ্নের মতো। ওপেনার পারভেজ হোসেন ইমন শূন্য রানে আউট হন শাহিন আফ্রিদির বলে। ওয়ানডাউনে নামা তাওহিদ হৃদয়ও টিকতে পারেননি, ১০ বলে ৫ রান করে ফেরেন তিনিও শাহিনের শিকারে। অন্য ওপেনার সাইফ হাসান কিছুটা আক্রমণাত্মক ব্যাটিংয়ের ইঙ্গিত দিলেও বেশিক্ষণ টিকতে পারেননি। হ্যারিস রউফের বলে সাইম আইয়ুবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৮ রান করে। শেখ মেহেদীর ব্যাট থেকে আসে মাত্র ১১ রান। পঞ্চম উইকেটে নুরুল হাসান সোহান ও শামীম পাটোয়ারি চাপ সামলানোর চেষ্টা করেন। তবে সোহানকে ২১ রানে ফেরান সাইম আইয়ুব। অধিনায়ক জাকের আলি করেন মাত্র ৯ বলে ৫ রান। লড়াই চালিয়ে যান শামীম পাটোয়ারি। তাকে সঙ্গ দিচ্ছিলেন তানজিম হাসান সাকিব। কিন্তু ইনিংসের ১৮তম ওভারের শুরুতেই শামীম আউট হন ২৫ বলে ৩০ রান...