নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার ফাঁকে ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি দাবি করেন, গত বছরের গণবিপ্লবকে ভারত নেতিবাচকভাবে গ্রহণ করায় দুই দেশের সম্পর্কে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বলা হয়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে এক বৈঠকে এসব মন্তব্য করেন ড. ইউনূস। বৈঠকে তিনি বলেন, ছাত্রদের আন্দোলনকে ভারত স্বাগত জানায়নি, বরং এটিকে ভুলভাবে উপস্থাপন করেছে। এর ফলেই দ্বিপাক্ষিক সম্পর্কে অস্বস্তি বেড়েছে। প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, ভারতীয় গণমাধ্যমগুলো ভুয়া সংবাদ ছড়িয়েছে। বিশেষ করে গণবিপ্লবকে তারা ইসলামি আন্দোলন হিসেবে প্রোপাগান্ডা চালিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে। ড. ইউনূস আরও বলেন, ভারতের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই...