২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ এএম সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, রাজনৈতিক পদ-পদবী ক্ষণস্থায়ী। আজ আছে, কাল নাও থাকতে পারে। তবে জনগণের আস্থা ও ভালোবাসাই স্থায়ী সম্পদ। তাই নেতাকর্মীদের জনসেবার মানসিকতা গড়ে তোলা এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা জরুরি। তিনি বলেন, জনগণের হৃদয়ে স্থান করে নিতে পারলেই ধানের শীষ প্রতীক আরও আকর্ষণীয় হয়ে উঠবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টায় দক্ষিণ সুরমার একটি হোটেল মিলনায়তনে থানা ও উপজেলার আটটি ইউনিয়ন এবং মোগলাবাজার থানা বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্যে এ কথা বলেন তিনি। কাইয়ুম চৌধুরী আরও বলেন, ব্যক্তিগত ভাবমূর্তি কলঙ্কিত হলে দলের কোনো উপকার হয় না। বরং জনগণের আস্থা অর্জন করতে পারলে দল ভবিষ্যৎ নির্বাচনে তার সুফল ভোগ করবে।...