২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম গণ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের ভোট গণনা সরাসরি এলইডি স্ক্রিনে দেখানো হলেও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রার্থীরা। তাদের অভিযোগ, ভোটগণনায় প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত না করায় ফলাফল নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকে শুরু হওয়া গণনায় কোনো প্রার্থীর এজেন্ট বা সাংবাদিককে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ভোট গণনা পদ্ধতি নিয়ে অসন্তোষ জানিয়ে সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী শেখ খোদার নূর ইসলাম বলেন, আজ গকসু নির্বাচনে ভোট গণনার সময় ভেতরে কোনো অবজার্ভার রাখা হচ্ছে না, কোনো পোলিং এজেন্টও নাই। এটা উচিত না। একে তো এখানে কোনো প্রার্থী এজেন্ট নাই, দ্বিতীয়ত কোনো সাংবাদিকদের রাখা হয়নি। সুতরাং এই ফলাফল কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে...