মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই নোবেল শান্তি পুরস্কার পাবেন না, যা তিনি দীর্ঘদিন ধরে পেতে চাইছেন। কারণ তিনি সেই আন্তর্জাতিক বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছেন, যেটিকে পুরস্কার প্রদানকারী কমিটি গুরুত্ব দিয়ে থাকে— বিশেষজ্ঞদের এমন মতামত। তার তদবির বরং উলটো ফল বয়ে আনতে পারে। নোবেল কমিটি স্বাধীনভাবে কাজ করতে চায়, বাইরের চাপ থেকে নিজেদের দূরে রাখতে পছন্দ করে। কমিটির একজন সদস্য এমনটাই জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে। পাঁচ সদস্যের এই কমিটি এবার এমন কোনও মানবিক সংস্থাকে স্বীকৃতি দিতে পারে, যারা জটিল পরিবেশে কাজ করছে—যার পেছনে ট্রাম্পের বিদেশি সাহায্য কেটে দেওয়ার সিদ্ধান্তও কিছুটা দায়ী। ঘোষণাটি হবে ১০ অক্টোবর। এ ক্ষেত্রে জাতিসংঘের শরণার্থী সংস্থা, জাতিসংঘ শিশু তহবিল, রেড ক্রস, ডক্টরস উইদাউট বর্ডার্স, কিংবা সুদানের ইমার্জেন্সি রেসপন্স রুমস–এর মতো স্থানীয় তৃণমূল সংগঠন পুরস্কার পেতে পারে। নোবেল...