সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন ১৭ বিয়ে করে দেশব্যাপী আলোচনার সৃষ্টি করা সাবেক বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কবির হোসেন পাটোয়ারী। একই সঙ্গে কবিরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে থাকা ভিডিও অপসারণের আবেদন করেছেন।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তার পক্ষে আইনজীবী জিয়াউর রহমান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন। আগামী সপ্তাহে রিট আবেদনের শুনানি হতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছেন কবির হোসেন পাটোয়ারির আরেক আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ।এর আগে তদন্তে প্রতারণার ফাঁদে ফেলে ১৭ নারীকে বিয়ের অভিযোগে বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেনকে সাময়িক বরখাস্ত করে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত করা হয়। গত ১৬ সেপ্টেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়। বরিশালের ভারপ্রাপ্ত ডিএফও হিসেবে পটুয়াখালীর বন কর্মকর্তা (উপ-বন সংরক্ষক)...